prothombd247
Wednesday , 26 August 2020 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খাদ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চিত্র বিচিত্র
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. ব্যবসা
  15. ভ্রমণ
 

স্রোতের বিপরীতে ফেনীর পুতুল

স্রোতের বিপরীতে ফেনীর পুতুল

বিনোদন সংবাদাতা:

ক্লোজআপ ওয়ান তারকা ফেনীর সাজিয়া সুলতানা পুতুল বরাবরই অন্য অনেকের থেকে আলাদা। শুরু থেকেই নিজের গানের কথা, সুর ও সংগীতায়োজন নিজেই করেছেন। ফোক এমনকি হেভিমেটাল একক অ্যালবাম নিজের সুর ও সংগীতে প্রকাশ করে চমকে দিয়েছেন তিনি। গানের পাশাপাশি উপস্থাপনাতেও প্রশংসিত হয়েছেন পুতুল। বর্তমানে তিনি ‘পুতুল কথন’ শিরোনামের একটি ফেসবুক লাইভ করছেন নিয়মিত। এখানে বিভিন্ন অঙ্গনের সফল নারী তারকারা অতিথি হয়ে আসছেন। নারীদের কথা বলার একটি প্ল্যাটফরম হিসেবেই ‘পুতুল কথন’কে দেখছেন পুতুল। এদিকে এরইমধ্যে বেশকিছু অ্যালবাম প্রকাশ হয়েছে পুতুলের। তবে গত কয়েক বছর ধরেই ডিজিটালি সিঙ্গেল গান প্রকাশের একটি ট্রেন্ড তৈরি হয়েছে। অডিও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শুরু করে শিল্পী, গীতিকার ও সুরকাররা সিঙ্গেলেই অভ্যস্ত এখন। কিন্তু স্রোতের বিপরীতে হাঁটলেন পুতুল। নিজেও সিঙ্গেল গান প্রকাশ করেছেন। তবে এবার তিনি একটি পূর্ণ একক অ্যালবাম প্রকাশের ঘোষণা দিয়েছেন। এরইমধ্যে কাজও অনেকখানি গুটিয়ে এনেছেন। ‘পুতুল গান পুনরুত্থান’- শিরোনামের এ অ্যালবামে থাকবে পুতুলের পাঁচটি গান। বরাবরের মতো সব গানের কথা ও সুর তার নিজের করা। পুতুল বলেন, স্রোতের বিপরীতে কিনা বলতে পারি না, তবে আমার কাছে মনে হয়েছে পূর্ণ অ্যালবাম শোনার শ্রোতা অনেক রয়েছে। তাদের জন্যই এ অ্যালবামটি করছি। তাছাড়া আমার নিজেরও অ্যালবামের প্রতি আলাদা আবেগ-ভালোবাসা রয়েছে। নিজেকে একটি গানে ভালোভাবে আসলে উপস্থাপন সম্ভব না। অ্যালবামে বিভিন্ন ধরনের গান করার সুযোগ থাকে। সেই সুযোগটা আবার নিতে চাই। আমার শ্রোতাদের জন্যই অ্যালবামটির কাজ গোছাচ্ছি। আশা করছি এ বছরই অ্যালবামটি প্রকাশ করতে পারবো। এদিকে পুতুল গানের পাশাপাশি লেখালেখিতেও এখন বেশ নিয়মিত। গত কয়েক বছরই বইমেলায় বই প্রকাশ করে আসছেন তিনি। এবার তিনি আত্মজীবনীমূলক একটি বই লিখছেন। সেই কাজেও সময় দিচ্ছেন এ তারকা। পুতুল বলেন, করোনার এই সময়ে আসলে খুব একটা বের হচ্ছি না। বাসায় বসে গানের কাজ করছি নিয়মিত। পাশাপাশি লেখালেখিটাও চালিয়ে যাচ্ছি। মোদ্দাকথা, সৃষ্টিশীল কাজে নিজেকে নিয়োজিত রাখতে চাচ্ছি।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ফেনীতে অপহৃত ছাত্রী ১৪দিন পর উদ্ধার, বখাটে গ্রেফতার

ফেনীর ফাজিলপুরে লাইসেন্স না থাকায় দুই করাতকল মালিকের জড়িমানা

ফুলগাজীর আমজাদ হাট ইউনিয়নের মনিপুর এলাকায় প্রাইভেটকার ভরে ঢাকায় গাঁজা নিচ্ছিলেন তারা

গবেষক রানার সাথে আলাপকালে নোয়াখালীর দুই মুক্তিযোদ্ধা তৃণমূল পর্যায়ে স্বাধীনতা বিরোধীদের তালিকা খোদাই করে রাখতে হবে

ফেনীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে স্বাস্থ্যবিধি না মানায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে এক পরিবারের ৮ সদস্য নিহত

ফুলেল শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক আলাউদ্দিন ,ছোট বড় ও বন্ধুদের শুভেচ্ছা বিনিময়

মহামারি করোনা ভাইরাস পরীক্ষার জটিলতা নিরসনে ফেনীতে চালু জীন এক্সপার্ট মেশিনের উদ্বোধন

ফেনীর মুহুরী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ৫ ঘন্টা পর উদ্ধার

৪ সন্তানের জন্ম একসঙ্গে