prothombd247
Wednesday , 20 December 2023 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খাদ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চিত্র বিচিত্র
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. ব্যবসা
  15. ভ্রমণ
 

ফেনী শহর সহ জেলার বিভিন্ন স্থানে রয়েছে বাখরাবাদ গ্যাস থামছেই না অবৈধ সংযোগ

ফেনী শহর সহ জেলার বিভিন্ন স্থানে রয়েছে বাখরাবাদ গ্যাস থামছেই না অবৈধ সংযোগ

ফেনী শহর সহ জেলার বিভিন্ন স্থানে রয়েছে বাখরাবাদ গ্যাস থামছেই না অবৈধ সংযোগ

নিজস্ব প্রতিবেদক

কর্তৃপক্ষের অনুমোদন নেই, নেই আবেদনও। এরপরও ফেনী শহর সহ জেলার বিভিন্ন স্থানে রয়েছে বাখরাবাদ গ্যাসের অবৈধ সংযোগ। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হলেও অসাধু কর্মকর্তা আর একশ্রেণির ঠিকাদারদের যোগসাজশে মোটা অংকের অর্থের বিনিময়ে অনুমোদন ছাড়াই অবাধে পুনরায় অবৈধ সংযোগ অব্যাহত রয়েছে। বিভিন্ন অবৈধ সংযোগ ও অবৈধ জ্বালানী রোধে অভিযান চালানো হলেও কাজের কাজ কিছুই হয় না। কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় কতিপয় ব্যক্তিরা অবৈধ সংযোগ দেওয়া শুরু করেন। অনুসন্ধানে এসব চিত্র বেরিয়ে এসেছে। গত ৮ সেপ্টেম্বর মঙ্গলবার শহরের শাহীন একাডেমী সড়কে বাখরাবাদের অভিযানে স্বর্ণকমল নামে ৬ তলার একটি ভবনে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফেরদৌস আরা বেগমের মালিকীয় ওই ভবনে অনুমোদিত ২ চুলার বিপরীতে জ্বালানো হয় ১০টি চুলা। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সংযোগ বিচ্ছিন্নের পর অনুমোদিত দুটি চুলার সংযোগ পাইয়ে দিতে কতিপয় ঠিকাদার লক্ষাধিক টাকা হাতিয়ে নেন। টাকা আদায়ের পর ওই ভবনে বিচ্ছিন্ন হওয়া ১০টি চুলা অবৈধভাবে সংযোগ দেয়া হয়। শুধু স্বর্ণকমলই নয়, শহর সহ জেলার বিভিন্ন স্থানে বহুতল ভবনে অবৈধভাবে গ্যাসের সংযোগ দিয়ে মাসিক হারে বিল আদায় করছেন কতিপয় ঠিকাদার। সংযোগ বিচ্ছিন্ন ভবনগুলোতে এভাবেই সংযোগ দেয়া হয় অহরহ। বাখরাবাদের গুটিকয়েক কর্মকর্তা ম্যানেজ হওয়ায় তারা জেনেও নিশ্চুপ ভূমিকায় রয়েছেন। দায়িত্বশীল সূত্র জানায়, পুন:সংযোগ পেতে কমপক্ষে একমাস সময়ের প্রয়োজন।
সূত্র আরো জানায়, মহিপাল হাউজিং সোসাইটির রাজ্জাক ম্যানশন, চৌধুরী বাড়ী সড়কের ফরাজি বাড়ি সম্মুখস্ত উদয়ন ভবন, ফেনী ইউনিভার্সিটি সম্মুখস্ত জসিম স’মিলের পেছনের ভবন,বঙ্গবীর সড়ক নিজামের বাসা খাজুরিয়া মোশারফের বাসায় তিন বার অবৈধ চুলা
সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
পাঠানবাড়ী রোডের মমিন জাহান মসজিদ সংলগ্ন ভবন, সালাহ উদ্দিন মোড় এলাকার ভবন, রয়েল হাসপাতাল সংলগ্ন ভবন, ফেনী পলিটেকনিক্যাল ইনস্টিটিউট সংলগ্ন বস্তি, বোগদাদিয়া মীর বাড়ির রাস্তার মাথায় লিজা ফুড ফ্যাক্টরী, বোগদাদিয়া চনাচুর ফ্যাক্টরী সহ আবাসিক এমনকি বাণিজ্যিক প্রতিষ্ঠানেও অনুমোদন ছাড়াই ব্যবহার হচ্ছে গ্যাস। এছাড়া পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর কামার বাড়ির দরজা, ছাগলনাইয়া পৌর শহরের বাঁশপাড়া এলাকার বেলাগাজী মজুমদার বাড়ী, পশ্চিম বাঁশপাড়া এলাকায়, সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ফতেহপুরে শত শত ফুট লাইন নির্মাণ করা হয়।
জেলার ৫ উপজেলা এবং নোয়াখালীর বসুরহাট এলাকায় সর্বমোট ৩০ হাজার ৫শ ১৯ জন গ্রাহক রয়েছে। এর মধ্যে বাণিজ্যিক ৩৩৩ ও ২৭ জন শিল্প গ্রাহক রয়েছেন।
বাখরাবাদ সূত্র জানায়, গত বছরের জুলাই থেকে গতকাল পর্যন্ত দেড়শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একাধিক অভিযানে গিয়ে বাখরাবাদের প্রধান কার্যালয়ের ভিজিলেন্স টিমও বিস্মিত হন। একাধিক অভিযানে একটি কিংবা দুটির অনুমোদন নিয়ে জ্বালানো হয় ১৮ থেকে ২০টি চুলা।
জানা গেছে, অভিযানের পর থেকে যেসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে সেসব বাসা-বাড়ীতে পুনরায় অবৈধ সংযোগ নেয়া হয়েছে। অফিস সূত্র জানায়, গত ৯ সেপ্টেম্বর বাখরাবাদের প্রধান কার্যালয় থেকে ২৮.১১.০০০০.৭১২.৪২.০০৮.২০.৩৭ স্মারক আদেশে অবৈধ গ্যাস সংযোগ ও বিল খেলাপী গ্রাহকদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে ফেনী জেলায় ৮ সদস্যের দুটি টিম গঠন করেছে। একটি টিমে ইঞ্জিনিয়ারিং সার্ভিস শাখা ব্যবস্থাপক মো: সাহাবুদ্দিন এবং অপর টিমে রাজস্ব ও হিসাব শাখার উপ-ব্যবস্থাপক মো: আবুল বসর ভূঞাকে আহবায়ক করা হয়েছে। মো: সাহাবুদ্দিন নেতৃত্বাধীন টিমে সহকারী প্রকৌশলী কামরুল হাসান, প্ল্যান্ট অপারেটর মো: এনামুল হক ও বিক্রয় সহকারী মো: জামাল উদ্দিন এবং আবুল বসর ভূঞার টিমে সহকারী প্রকৌশলী মোহাম্মদ নুর করিম, টেকনেশিয়ান মো: হুমায়ুন কবীর, টেকনেশিয়ান মো: ওয়াজি উল্লাহ সদস্য রয়েছেন।
সূত্র জানায়, টিম সদস্যদের কেউ কেউ অবৈধ সংযোগ প্রদানের সাথে জড়িত রয়েছেন। তাদের সাথে কিছু ঠিকাদার ও ঠিকাদার সহকারী (ফিটার) রয়েছে। অনেকে জানিয়েছেন, দিনের বেলায় বাখরাবাদের অভিযানে সংযোগ বিচ্ছিন্ন করা হলেও এক-দুইদিনের মধ্যে তাদের সহায়তায় পুন:সংযোগ দেয়া হয়। ইতিমধ্যে মুরাদ নামের একজনকে বাখরাবাদে কালো তালিকাভুক্ত করা হয়েছে। তাকে বাখরাবাদের অফিসে প্রবেশে মৌখিকভাবে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। একইভাবে বেশ কয়েকজন ঠিকাদার-ফিটার ভিজিলেন্স টিমের নজরদারীতে রয়েছে।
বাখরাবাদের অভিযানকে অনেকটা লোক দেখানো বলে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা। তারা জানান, আমরা বৈধ গ্যাস লাইন নিয়ে নিয়মিত বিল দিয়েও গ্যাস পাই না। বৈধদের গ্যাস শুষে নিচ্ছে অবৈধরা।
বক্তব্য জানতে বাখরাবাদ গ্যাসের নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো: সোলায়মানকে একাধিকবার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
বাখরাবাদের ফেনী এরিয়া অফিসের ব্যবস্থাপক মো: সাহাবুদ্দিন অবৈধ গ্যাস সংযোগের খবর পেলেই অভিযান চালিয়ে বিচ্ছিন্ন করা হয়। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে ২০১৫ সালে জেলার বেশ কিছু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ২০১৬ সাল থেকে সরকার গ্যাস সংযোগ বন্ধ করে দেয়। নুরুল হক। সদর উপজেলার পাঁচগাছিয়া বাজার সংলগ্ন মোল্লা বাড়ির বাসিন্দা। গত প্রায় দেড়যুগ আগে বাখরাবাদের দুই চুলার সংযোগ নেন। দীর্ঘদিন বিল বকেয়া থাকায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে বাখরাবাদ গাস সিস্টেমস লিমিটেড কর্তৃপক্ষ। এরপর বকেয়া বিল পরিশোধের পর বাখরাবাদের নিয়মমাফিক পুন:সংযোগ পেতে আবেদন করেন। এখান থেকেই শুরু হয় হয়রানি। আবেদনের পর ৫-৬ ঘুরেও অফিসের রাজস্ব ও হিসাব শাখায় সংরক্ষণে থাকা নুরুল হকের নথিপত্র খুঁজে পাওয়া যায়নি। একপর্যায়ে তিনি বাধ্য হয়ে নতুন নথিপত্র তৈরির জন্য অতিরিক্ত টাকা গুনতে হয়।
বাখরাবাদ গ্যাসের ফেনী এরিয়া অফিসের হয়রানীর এ দৃশ্য প্রতিদিনকার। ৩০ হাজার ৫শ ১৯ জন নিবন্ধিত গ্রাহক থাকলেও প্রয়োজন অনুযায়ী কারো নথিপত্র পাওয়া যায়না। অফিস সূত্র জানায়, ৪ডি ১৬১১৫, ৪ডি ৬৮৭৩, ৪ডি ২২৭৫৭, ৪ডি ২১৮৫৪, ৪ডি ২১৭৪৮, ৪ডি ২১৩৮৫, ৪ডি ২২৭৫৬, ৪ডি ২২১৪২, ৪ডি ২৬৬৫৯, ৪ডি ১১৩০৭, ৪ডি ১১৯৯৫, ৪ডি ১৯২২৮ সহ অসংখ্য নথিপত্রের কোন হদিস নেই। নথিপত্র সংরক্ষণ না থাকার অজুহাতে অতিরিক্ত টাকার বিনিময়ে কিছু ঠিকাদার ও অফিসে কর্মরতরা নতুন নথি তৈরি করেন।
গ্রাহকরা অভিযোগ করেন, সরকারের গুরুত্বপূর্ণ এ সংস্থার কার্যক্রম কারো নজরদারীতে না থাকায় বাখরাবাদের কতিপয় লোকজন গ্রাহকদের কাছ থেকে যাচ্ছেতাই টাকা আদায় করে থাকেন। এছাড়া নতুন বিল বই সংগ্রহ করতেও টাকা গুনতে হয়।
বাখরাবাদের ফেনী এরিয়া অফিসের রাজস্ব ও হিসাব শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান জানান, অফিসে কোন ধরনের লেনদেনের সুযোগ নেই। রশিদ দিয়েই ব্যাংকের মাধ্যমে টাকা আদায় করা হয়।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

আমার কাগজ সম্পাদক করোনায় আক্রান্ত

ফেনীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ করলেন র‌্যাব

মনোনয়ন জমা দিলেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম প্রার্থী তারিকুল ইসলাম

ফেনীতে মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের আয়োজনে মানববন্ধন

নোয়াখালীর আলোচিত আ.লীগ নেতা বাদল আটক

ফেনী জেনারেল হাসপাতালে আধুনিক স্বাস্থ্যসেবায় যত প্রচেষ্ঠা তত্বাবধায়ক ডাঃ আবুল খায়ের মেয়াজির

যানজটে স্থবির চট্টগ্রাম: নষ্ট হচ্ছে মূল্যবান কর্মঘণ্টা

ফেনী জেনারেল হাসপাতালে আধুনিক স্বাস্থ্যসেবায় যত প্রচেষ্ঠা তত্বাবধায়ক ডাঃ আবুল খায়ের মিয়াজির

ফেনী জেনারেল হাসপাতালে আধুনিক স্বাস্থ্যসেবায় যত প্রচেষ্ঠা তত্বাবধায়ক ডাঃ আবুল খায়ের মিয়াজির

দিবারাত্রি যখনি কোন প্রয়োজনে ডাকবেন আমি ছুটে আসবোঃ বর্তমান কাউন্সিলর মফিজ উল্ল্যাহ কোম্পানি

সম্প্রচারে আসছে নতুন স্যাটেলাইট চ্যানেল ‘ইউটিভি’