prothombd247
Tuesday , 18 August 2020 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খাদ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চিত্র বিচিত্র
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. ব্যবসা
  15. ভ্রমণ
 

ফেনীতে বাবা-মেয়ে সহ আরো ১৭ জনের শরীরে করোনা শনাক্ত

ফেনীতে বাবা-মেয়ে সহ আরো ১৭ জনের শরীরে করোনা শনাক্ত
August 19, 2020
নিজস্ব প্রতিনিধি :

ফেনীতে আরো ১৭ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে বাবা-মেয়ে এবং একজন জনপ্রতিনিধি (পৌর কাউন্সিলর) রয়েছেন। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৪৯। সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন দিগন্ত এ তথ্য জানিয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষার ৬৯টি নমুনা পরীক্ষায় জেলার ১৭ জনের করোনা পজেটিভ আসে। এর মধ্যে সদর উপজেলায় ৫ জন, সোনাগাজী উপজেলায় ৫ জন, দাগনভূঞা উপজেলায় ৫ জন, ফুলগাজী উপজেলায় ২ জন। সদর উপজেলায় এ পর্যন্ত ৫শ ৫০ জন, দাগনভূঞা উপজেলায় ৩শ ৩২ জন, সোনাগাজী উপজেলায় ২শ ৩৫ জন, ছাগলনাইয়া উপজেলায় ১শ ৭৮ জন, পরশুরাম উপজেলায় ১শ ৩১ জন, ফুলগাজী উপজেলায় ১০২ জন সংক্রমিত হয়েছেন। অন্য জেলা থেকে এসে ২২ জন আক্রান্ত হয়েছেন। নতুন করে ৩৩ জন সহ মোট ১ হাজার ১শ ৮০জন সুস্থ হয়ে উঠেছেন।
সূত্র আরো জানায়, জেলায় এ পর্যন্ত সিভিল সার্জন ডা, সাজ্জাদ হোসেন সহ ৩৫ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সদরে ১০ জন, দাগনভুঞায় ৮ জন, সোনাগাজীতে ১১ জন, ছাগলনাইয়ায় ৫ জন ও ১ জন পরশুরাম উপজেলার বাসিন্দা।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, সোমবার পর্যন্ত ৭ হাজার ৯শ ২৬ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ৭ হাজার ৮শ ৩০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে।
প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল জেলার ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের পশ্চিম মধুগ্রামে প্রথম এক যুবক কোভিড-১৯ আক্রান্ত হন।

সর্বশেষ - অন্যান্য