prothombd247
Monday , 30 November 2020 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খাদ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চিত্র বিচিত্র
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. ব্যবসা
  15. ভ্রমণ
 

আইন শৃঙ্খলা রক্ষায় সবাইকে সজাগ থাকতে বললেন ফেনীর পুলিশ সুপার

আইন শৃঙ্খলা রক্ষায় সবাইকে সজাগ থাকতে বললেন ফেনীর পুলিশ সুপার
নিজস্ব প্রতিনিধি

জঙ্গিবাদ রোধ, আইন শৃঙ্খলা রক্ষা ও যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সবাইকে সজাগ থাকতে বললেন ফেনীর পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী।
গতকাল ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত বিজয় দিবসের প্রস্তুতি সভায় বক্তব্য প্রদানকালে পুলিশ সুপার বলেন, সবাইকে ঘরে-বাইরে খেয়াল রাখতে হবে।
জঙ্গি প্রসঙ্গে ভবন মালিকদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, আপনার বাসায় নতুন ভাড়াটিয়া কোথায় কাজ করে, কি কাজ করে এসব বিষয়ে খেয়াল রাখুন। মেসে নতুন ব্যাচেলরদের ব্যাপারে খোঁজখবর রাখুন।
পুলিশ সুপার বলেন, কোন ব্যাচেলর অসময়ে বাজারে যাচ্ছে কিনা, তার বাসায় কি পরিমাণ ফার্নিচার আছে, সে কিভাবে বসবাস করছে, খাদ্যাভ্যাস কেমন খেয়াল রাখুন। কারও আচরণ সন্দেহজনক বা অস্বাভাবিক মনে হলে পুলিশকে অবহিত করুন।
জঙ্গিবাদ রুখতে পুলিশ সুপার বলেন, আপনার সন্তানকে লক্ষ্যে রাখুন, সে কি করছে, কোথায় যাচ্ছে। তার কম্পিউটার ড্রয়িং রুমে রাখুন। যাতে সে কম্পিউটারে কি করছে আপনার দৃষ্টিতে থাকে। আপনার সন্তানের আচার আচরণ লক্ষ্য রাখুন। এসময় শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা শিক্ষার্থীদের তাৎক্ষণিক আচার আচরণে পরিবর্তন আসছে কিনা খেয়াল করুন।
জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামানের সভাপতিত্বে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ সুমনী আক্তারের সঞ্চালনায় সভায় ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল, ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ রানাসহ বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অন্যান্য